...
তুমি বলেছিলে সূর্য উঠবে,
চলো যাই,
সেই সব অজানা পথ ধরে
মুক্ত করতে তোমার প্রিয়
কুমির-গড়ন সবুজ স্বদেশ |
চলো যাই
সব অপমান ছুঁড়ে ফেলে --
চোখের উপর অন্ধকার বিদ্রোহী তারা
আমরা জিতব,
মৃত্যুকে হঠাব বন্দুকের মুখে |
গুলির আওয়াজে
অরণ্য কাঁপবে বিস্ময়ে
শান্ত আমরা
দাঁড়াব তোমার পাশে |
তোমার কণ্ঠস্বর চারিদিকে - জমির লড়াই,
সুবিচার, রুটি, স্বাধীনতা |
তোমার সুরে গলা মিলিয়ে
আমরা তোমার পাশে |
শত্রুকে নিখুঁত আক্রমণে
দিনান্তের শেষে,
শেষ যুদ্ধের জন্য
আমরা তোমার পাশে |
বুনো জন্তুটা চাটবে তার ক্ষত
কিউবার বর্ষার ঘায়ে ক্ষিপ্ত
আমরা তোমার পাশে
দাঁড়াব গৌরবে |
কখনো ভেব না, আমাদের সততা
ওরা করবে শেষ |
রঙচঙে মাছির দলের উপহার নয়,
আমরা চাই --
ওদের বন্দুক, বুলেট, পাথর
আর কিছু নয় |
যদি লোহাও দাঁড়ায় মাঝে
কিউবার অশ্রু আবরণ
ঢাকা দেবে গেরিলার হাড় মাংস
আমেরিকার ইতিহাসের যাত্রায়
এর বেশি কিছু নয় |
...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment