Wednesday, December 30, 2009

। খনার কৃষি ও ফল সংক্রান্ত বচন ।

...

০১.
পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়,
সেই বৎসর বন্যা হয়।

০২.
মঙ্গলে ঊষা বুধে পা,
যথা ইচ্ছা তথা যা।

০৩.
পাঁচ রবি মাসে পায়,
ঝরা কিংবা খরায় যায়।

০৪.
বামুন বাদল বান,
দক্ষিণা পেলেই মান।

০৫.
বেঙ ডাকে ঘন ঘন,
শীঘ্র হবে বৃষ্টি জান।

Saturday, December 19, 2009

টাকাগুলো কবে পাবো / শহীদ কাদরী

...

‘The worlds owes me a million dollars’
-Gregory Corso

টাকাগুলো কবে পাবো? সামনের শীতে?
আসন্ন গ্রীস্মে নয়?
তবে আর কবে! বৈশাখের ঝড়ের মতো
বিরূপ বাতাসে ঝরে পড়ছে অঝোরে
মণি মাণিক্যের মতো মূল্যবান চুলগুলো আমার এদিকে-
ওদিকে! এখনই মনি-অর্ডার না যদি পাঠাও হে সময়,
হে কাল, হে শিল্প,
তবে
কবে? আর কবে?
যখন পড়বে দাঁত, নড়বে দেহের ভিৎ ?