Friday, June 4, 2010

এক যে আছে / সুকুমার বড়ুয়া

...
ভয় নেই তার ডর নেই তার
নেইকো তাড়া চাকরির,
নেইকো হিসাব মরিচ পিঁয়াজ
কাপড় জামা, লাকড়ির।

লজ্জা-শরম একটুও নেই
জয় কি পরাজয়ের
হাজার গণ্ডা বাঘের মুখে
ধার ধারে না ভয়ের।

হারিয়ে গেলে ইষ্টিকুটুম,
ধ্বংস হলে বাড়ি,
একটা কিছু করার মতো
ভাববে না দরকারি।

লক্ষ লোকের প্রশংসাতে
পাতবে না সে কর্ণ,
গরম খবর ভীষণ খবর
শুনবে না এক বর্ণ।

ভয়-ভাবনা এক ফোঁটাও নেই,
একটুও নেই ফুর্তি,
এক শহরের পথের মোড়ে
সে এক বিরাট মূর্তি।
...

No comments:

Post a Comment