Friday, August 20, 2010

লক্ষী ছেলে ! / আবদার রশীদ

...
ঐ দেখা যায় লক্ষ্মী ছেলে
                পাঠ্য কেতাব পড়ে,
ঘাড়ের ওপর মুণ্ডুখানা
                হালকা তালে নড়ে ।

বানের তোড়ে বাঁধ ভেঙে যায়
                দেশ ভেসে যায় জলে,
ডাকাত এসে আগুন লাগায়
                কাদের বাড়ি জ্বলে,
কার বাড়িতে পড়ল রে বাজ,
                উড়ল ঝড়ে চাল-
তারই খোঁজে দাপিয়ে বেড়ায়
                দস্যি ছেলের পাল ।

কিন্তু আহা ! লক্ষ্মী ছেলে
                পাঠ্য কেতাব খুলে,
ইতিহাসের বীর-কাহিনী
                পড়ছে দুলে দুলে ।
...

No comments:

Post a Comment